ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দাড়ি রাখতে পারবেন নিউইয়র্ক পুলিশের মুসলিম-শিখ সদস্যরা

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ , ১০:১৫ পিএম


loading/img

দাড়ি রাখার অনুমতি পেলেন নিউইয়র্ক পুলিশের মুসলিম-শিখ সদস্যরা। বুধবার নিউইয়র্ক পুলিশে নতুন নিয়োগপ্রাপ্ত স্নাতকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা  দেয়া হয়।

বিজ্ঞাপন

১ দশমিক ২৭ সেন্টিমিটার পর্যন্ত দাড়ি লম্বা করার সঙ্গে পুলিশের বিশেষ ক্যাপের পরিবর্তে শিখদের পাগড়ি পরারও অনুমতি মিললো্।

পুলিশ কমিশনার জেমস নিল বলেন, ‘আমরা এ পরিবর্তন এনেছি এটা নিশ্চিত করতে যে, যারা মহান এ পুলিশ বাহিনীতে যোগ দিতে চান তাদের সবাই যেন আবেদন করতে পারেন ’।

বিজ্ঞাপন

আল-জাজিরা  জানায়, এ অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৫৭ জনের মধ্যে ৩৩ জন মুসলমান এবং ২ জন শিখ সদস্য রয়েছে।

এ ঘোষণার পর মার্কিন শিখ সম্প্রদায় বিবৃতিতে জানায়, এ ঘোষণা শিখ সম্প্রদায়ের জন্য গৌরবের ।

নিউইয়র্ক পুলিশের নির্দেশিকা থেকে জানা যায়, এর আগে পুলিশ অফিসারদের দাড়ি লম্বা করা নিষেধ ছিল। যদিও একটা অলিখিত নীতিতে তাদের দাড়ির দৈর্ঘ্য এক মিলিমিটার পর্যন্ত লম্বা করা অনুমতি ছিল।

বিজ্ঞাপন

দাড়ি রাখার নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে  এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ১ মুসলিম পুলিশ অফিসার। তার মামলার পরই এ সিদ্ধান্ত নিল নিউইয়র্ক পুলিশ।

বিজ্ঞাপন

এপি/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |